রফতানির দাবিতে পাইকগাছায় কাঁকড়া সমিতির মানববন্ধন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ চীনে কাঁকড়া রফতানির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পাইকগাছা, কপিলমুনি ও কয়রা কাঁকড়া সমিতি মানববন্ধন করেছে। বুধবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধনে নেতৃত্ব দেন পাইকগাগাছা কাঁকড়া সমিতির সভাপতি দেবব্রত দাস দেবু। বক্তব্য রাখেন, কয়রা সমিতির সম্পাদক আলমগীর হোসেন, কপিলমুনি সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম, আব্দুস সাত্তার, বিদ্যুৎ ঘোষ, মুকুল, অধিবাস সানা, সুধীর মন্ডল, নৃপেন মন্ডল, পরিতোষ মন্ডল ও তাপস সানা। বক্তারা বলেন, পাইকগাছা, কয়রা ও কপিলমুনিতে সাত শতাধিক কাঁকড়ার ডিপো রয়েছে। প্রতিদিন এসব ডিপো থেকে ৫ টনের বেশি কাঁকড়া বিদেশে রফতানি করা হতো। যার মধ্যে শতকারা ৮৫ ভাগ কাঁকড়া রফতানি হতো চীনে। চলতি বছর চীনে কাঁকড়া রফতানি সম্পূর্ণ বন্ধ থাকায় প্রায় সকল ডিপো বন্ধ হয়ে গেছে। ফলে বেকার হয়ে পড়েছে তিন হাজারেরও বেশি শ্রমিক। এ পেশায় জড়িতরা বেকারত্ব জীবন যাপন করায় কাঁকড়া সমিতির নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।