‘যুদ্ধ কিংবা শান্তি উভয়ের জন্য প্রস্তুত চীন’

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের সঙ্গে উত্তেজনা নিরসনে বেইজিং যুদ্ধ কিংবা শান্তি উভয় রাস্তা খোলা রেখেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। ভারতের পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রাখা বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রকাশিত এক নিবন্ধে এ কথা জানানো হয়েছে। সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদকের লেখা ওই নিবন্ধে বলা হয়েছে, চীনা সেনাবাহিনীর কঠোর অবস্থান নেওয়ার কারণেই পার্লামেন্টের ভাষণে আলোচনার কথা বলেছেন ভারতীয় মন্ত্রী। লাদাখ সীমান্তে কয়েক মাস ধরে চলা উত্তেজনা নিয়ে মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টে বক্তব্য রাখেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই ভাষণে তিনি সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেন। তবে সীমান্ত সংকট নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ওপরেই জোর দেন। গ্লোবাল টাইমসের নিবন্ধে বলা হয়েছে, রাজনাথের বক্তব্যের মতোই সম্প্রতি সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি ঢিলেঢালা হয়ে পড়েছে। চীনা সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণেই তা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে ওই নিবন্ধে। চীনা নিবন্ধে বলা হয়, ভারতে দুই ধরনের শক্তি রয়েছে। এর একটি উগ্র জাতীয়তাবাদী শক্তি। যারা শান্তিপূর্ণ সহজ সমাধানের পথে হাঁটতে নারাজ এবং যুদ্ধের মতো কঠিন পথে সমাধান খুঁজতে চায়। আরেকটি শক্তি শান্তিপূর্ণ সমাধান চায়। ওই নিবন্ধে বলা হয়, ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনায় যুক্ত থাকলেও চীন দিল্লির উগ্র জাতীয়তাবাদী শক্তিটি যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার জন্যও প্রস্তুত রয়েছে।