ঢাকা থেকে ছাপা হয় তাই দৈনিকের ডিক্লারেশন বাতিল!

0

লোকসমাজ ডেস্ক॥ নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছেন জেলা প্রশাসক। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন নিজেই। তিনি জানান, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকাটি তাদের প্রিন্টার্স লাইনে উল্লেখিত ঠিকানায় পত্রিকাটি না ছাপিয়ে ঢাকা থেকে ছাপিয়ে আসছিলেন। এ অভিযোগে ঢাকার ডিএফপি থেকে একটি তদন্ত কমিটির পাঠানো তথ্যের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়। সেই তদন্তের আলোকে জেলা প্রশাসনকে তথ্য মন্ত্রণালয় পত্রিকারটির ডিক্লারেশন বাতিল করার নির্দেশনা দেন। ওই নির্দেশনা অনুযায়ী দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকারটি ডিক্লারেশন বাতিল করা হয়েছে।এ বিষয়ে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমেদ জুয়েল বলেন, ‘পত্রিকাটি নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা। পত্রিকাটি ঢাকা থেকে ছাপানো হয় এটাই আমাদের দোষ। ১০ দিন আগে জেলা প্রশাসক আমাকে এ বিষয়ে কারণ দর্শনোর জন্য চিঠি দিয়েছিলেন। আমি গত ১৪ সেপ্টেম্বর তারিখে এর জবাবও দিয়েছি। আমি বলেছি, নারায়ণগঞ্জে কোনও ভালো মানের ছাপাখানা নেই। এছাড়াও নারায়ণগঞ্জের সকল স্থানীয় পত্রিকাও ঢাকা থেকে ছাপানো হয়। অথচ শুধু আমার পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছে। অন্যদের নোটিশও দেওয়া হয়নি।’তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জের একজন নেতার পরোক্ষ মদতে জেলা প্রশাসন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেছে। তবে ওই নেতার নাম উল্লেখ করেননি তিনি।