হঠাৎ পেঁয়াজ বন্ধ ॥ আটকে আছে ১৬৫ টি পেঁয়াজ ভর্তি ট্রাক, পথে ৩৫০ টি ট্রাক

0

শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা॥ হঠাৎ ভারত পেঁয়াজ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে ব্যবসায়িরা। সোম ও মঙ্গলবার ভারত থেকে কোনো পেঁয়াজের ট্রাক প্রবেশ করেনি। সাতক্ষীরা ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, অফিসিয়ালি পেঁয়াজ না দেয়ার বিষয়টি ভারত জানায়নি। তবে বৈদেশিক বানিজ্য বিভাগের মহা-পরিচালক অমিত যাদব এক পত্রের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেয়াজ রপ্তানীর বিষয়টি নিষিদ্ধ করেছে এমন একটি খবর তারা জেনেছেন। এদিকে হঠাৎ সিদ্ধান্তের কারনে সাতক্ষীরার ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় ১৬৫টি পেঁয়াজ ভর্তি ট্রাক আটকা পড়ে আছে। এছাড়া ভারতের নাসিক থেকে পেয়াজ নিয়ে ৩৫০টির মত ট্রাক পথে রয়েছে। কারন নাসিক থেকে ভোমরা বন্দরের দুরত্ব ২হ্জাার ৩০০ কিলোমিটার। এই দীর্ঘ পথের মধ্যে অনেক পেঁয়াজবাহি ট্রাক ঘোজাডাঙ্গা বন্দরের দিকে আসার অপেক্ষায় রয়েছে। এদিকে পেঁয়াজ বন্ধের খবরে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের মুল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ভোমরা কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত বলেন, ‘পেঁয়াজের বিষয়ে ভারতীয় সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। জেনেছি ভারতীয় কৃষিপণ্য মূল্য নির্ধারণকারী সংস্থা (ন্যাপেড) পেঁয়াজের দাম বৃদ্ধি করায় পুরোনো এলসিতে তারা পেঁয়াজ দিতে পারছে না। আশা করছি খুব দ্রুত পেঁয়াজ আমদানির বিষয়টির সমাধান হবে।’ সাতক্ষীরা ভোমরা কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে গত দু’দিন কোনো পেঁয়াজের ট্রাক প্রবেশ করেনি। কি কারনে পেঁয়াজ আসছেনা সে বিষয়ে ভারতীয় কতৃপক্ষ থেকে তারা কোনো চিঠিপত্র পাননি।