সাতক্ষীরার কাকড়া রপ্তানির দাবিতে ব্যবসায়ী ও খামারিদের মানববন্ধন

0

শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা॥ চীনসহ বর্হিবিশ্বে কাকড়া রপ্তানির দাবিতে এবং প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন সাতীরার কাকড়া ব্যবসায়ী ও খামারিরা। জেলা কাকড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় দেবহাটা উপজেলার (পারুলিয়া ব্রিজ সংলগ্ন) সখিপুর এলাকায় সাতীরা-কালিগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা কাকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, কাকড়া ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি পরিতোষ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনন্দ ঘোষ, কোষাধ্য পরিতোষ বিশ্বাস, কাকড়া খামারী আনারুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাতীরা জেলা থেকে প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার কাকড়া চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি হলেও বর্তমানে মহামারী করোনা ভাইরাসের কারনে টানা প্রায় পাঁচ মাসের অধিক সময় চীনে কাকড়া ও কুঁচে রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে একদিকে যেমন সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কাকড়া শিল্পের সাথে সম্পৃক্ত জেলার লাধিক পরিবার। রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংক ঋণের চাপ আর পরিবার পরিজন নিয়ে রীতিমত তারা হিমসিম খাচ্ছেন। বক্তারা এ সময় কাকড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং সংশ্লিষ্ট ল ল ব্যবসায়ী ও খামারিদের জীবন-জীবিকা স্বাভাবিক করতে অবিলম্বে চীনসহ অন্যান্য দেশে কাকড়া রপ্তানি কার্যক্রম চালুর দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।