এপেক্স কাব অব যশোরের প্রতিষ্ঠাবর্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে এপেক্স কাব অব যশোরের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্য ছিল, দোয়া মাহফিল কেক কাটা, দুস্থ শিক্ষার্থীদের ও পুঙ্গু ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান, রক্তদান ও বৃক্ষরোপন। গতকাল মঙ্গলবার সংগঠনিক কার্যালয় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি শুরু হয়। পরে সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি পঙ্গুত্বদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। পরে রক্তদান শিবির অনুষ্ঠিত ও বৃক্ষরোপন করা হয়। সকল কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স কাব অব বাংলাদেশের জেলা-৬ এর গর্ভনর অধ্যাপক আসাদুজ্জামান শাহীন। এপেক্স কাব অব যশোরের সভাপতি গাজী মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এপেক্সিয়ান, অ্যাড. সৈয়দ মোহাম্মাদ আলী, অধ্যাপক আমিনুর রহমান, জসিম উদ্দিন খান, মীর কামরুজ্জামান মনি, মমতাজ খাতুন, খুরশিদ আলম বাবু, এসএস সোহেল, রওশন আরা রাশু, কামরুজ্জামান মিলন প্রমুখ।