যশোরে করোনা উপসর্গে একজনের মৃত্যু : আক্রান্ত আরো ৮ জন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনায় উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে, গতকাল আরো ৮ জন কোভিড-১৯ সংক্রমনে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোরে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬শ ৭৯ জন। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৫৬ জনের।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে করোনার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন বিকেলে তার মৃত্যু হয়। মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ইসমাইল হোসেনের বাড়ি চৌগাছা উপজেলার নগরবর্নি গ্রামে। এদিকে, যশোরে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে গতকাল ১শ ৩৩টি নমুনা পরীক্ষার রিপোর্টার যশোর ২৫০ হাসপাতালে পৌঁছে। ওই রিপোর্টের ভেতর ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সকলেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে নমুনা পরীক্ষা দিয়েছেন। করোনায় আক্রান্ত ব্যক্তিরা হলেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের শিরিন আক্রান্ত (৩৫), কাজীপাড়ার রেহেনা বেগম (৫৫), পুলিশ লাইনের মহিদুল ইসলাম (৫৭), উপশহরের রাজু (৩৮), নীলগঞ্জ তাঁতীপাড়ার শরীফ হোসেন (৬২), খোলাডাঙ্গার আক্তারুজ্জামান (৬৫), ইসমাইল হোসেন (২৮) ও ঝিনাইদহের মহেশপুরের গোপালপুরের মুরালি দাস (৮০), করোনা রোগীদের ভেতর ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১শ ৯৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪শ ২৪ জন। গতকাল নমুনা নেয়া হয়েছে ৯৬টি। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে জানানো হয়েছে, এ পর্যন্ত ১৫ হাজার ৩শ ৯২টি। নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ১৪ হাজার ৫শ ৭৭টি।