শিরোমণি ও বাদামতলা সড়কে অবৈধ স্থাপনা, ঘটছে দুর্ঘটনা

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমণি খানজাহান আলী কলেজ সড়ক ও বাদামতলা বিঅরটিএ কেবল সড়কের পাশে আবারো গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এসব স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে সড়কের উপর এলোমেলোভাবে ভারি যানবাহন পার্কিং করে রাখা হচ্ছে। শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক এবং মাহেন্দ্র, সিএনজি, ইজিবাইক পার্কিং করে রাখা হয়। ফলে পথচারিরা পড়ছেন চরম দুর্ভোগে। শিরোমণি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ খানজাহান আলী কলেজ, খানজাহান আলী থানা, খুলনা জেলা পুলিশ লাইন, বিএনসিসি, খুলনা জেলা পুলিশ ফায়ারিং সেন্টার, গফ্ফার ফুড লিমিটেড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাদামতলা বিঅরটিএ, চক্ষু হাসপাতাল, বিআরটিএ অফিস, বাংলাদেশ কেবলস্ শিল্প, টেলিফোন ট্রেনিং সেন্টার, বিএডিসি সার গোডাউনসহ অন্যান্য অফিস-আদালতে কর্মরত এবং এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক দুটি। অথচ ফুটপাত দখল করে সড়কের উপর অবৈধভাবে বিভিন্ন প্রকার যানবাহন রাখায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এ বিষয়ে অতি দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণে সংশিষ্ট প্রশাসনের হস্তপে কামনা করেছেন এলাকাবাসী। উলেখ্য,বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ায় খুলনা সিটি মেয়রের নজরে আসে। এরপর কেএমপি’র পক্ষ থেকে খানজাহান আলী থানা পুলিশের নেতৃত্বে গত জানুয়ারি মাসে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পুনরায় অবৈধ দখলদারদের কবলে চলে গেছে।