অভয়নগরে স্বাস্থ্যকর্মীদের মাঝে ল্যাপটপ বিতরণ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জন স্বাস্থ্যকর্মীর মাঝে ল্যাপটপ ও ট্যাব বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও সিবিএইচসি (কমিউনিটি বেজ্ড হেল্থ কেয়ার) এর বাস্তবায়নে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ল্যাপটপ ও ট্যাব বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহমুদুর রহমান রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এ সময় উপস্থিত ছিলেন আরএমও ডা. আলিমুর রাজিব, মেডিকেল অফিসার ডা. আহম্মেদ ফয়সাল পাভেলসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে ফিতা কেটে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের দ্বিতীয় তলায় ব্লাড ট্রান্সফিউশন (ব্লাড ব্যাংক) ইউনিটের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় সিভিল সার্জন ঘোষণা করেন, মাস্ক না থাকলে ডাক্তাররা সেবা প্রদান করবেন না ‘নো মাস্ক- নো ট্রিটমেন্ট’। মাস্ক ব্যবহারে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহমুদুর রহমান রিজভী জানান, ৪১ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ৭ জনকে একটি করে ল্যাপটপ এবং ৩৪ জনকে একটি করে ট্যাব দেওয়া হয়েছে।