দুুই বাংলার নৃত্য প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ রূপকথা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মেয়ে জারিন তাসনিয়া রূপকথা নৃত্যসৃজন আর্টস একাডেমি চান্দাইকোনা আয়োজিত অনলাইন আন্তর্জাতিক (দুই বাংলার) নৃত্য প্রতিযোগিতায় ক গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে। রোববার গভীর রাতে ফাইনাল রাউন্ডের ফলাফল ঘোষণা করা হয়। নৃত্যসৃজন আর্টস একাডেমি চান্দাইকোনা তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এ ফলাফল ঘোষণা করে জানায় ‘আমাদের সাথে গ্রান্ড ফাইনাল এর মঞ্চে সেরা ১০ জনের মধ্যে (১ম রানার্সআপ) হয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ যশোরের ‘জারিন তাসনিয়া রূপকথা। অভিনন্দন তোমাকে। তুমি আমাদের নৃত্যসৃজন পরিবারের একজন সদস্য।’ এ প্রতিযোগিতায় এপ্রিলে বাছাইপর্বে ভিডিও’র মাধ্যমে যেমন খুশি তেমন নৃত্যে দুই বাংলার ৪০০ প্রতিযোগী অংশ নেয়। এদের মধ্যে মে মাসে বাছাইপর্ব শেষে ৭০ জন প্রতিযোগিতায় টিকে থাকে। একটানা পাঁচ মাস ধরে অনলাইনে বিভিন্ন ঘরনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রূপকথা এই প্রতিযোগিতার পাশাপাশি এটিএন বাংলা ও ফিডাফ আয়োজিত দণি এশিয়ার ১০টি দেশ নিয়ে আয়োজিত ‘সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন’ এ দ্বিতীয় রাউন্ডে উঠেছে। চাঁদের হাট যশোরের শিশু নৃত্যশিল্পী জারিন তাসনিয়া রূপকথা যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কবির উদ্দীন ও মা জাকিয়া সুলতানা বেসরকারি চাকরিজীবী। জারিন তাসনিয়া রূপকথা ৫ বছর বয়স থেকেই নুপুরের ঝংকার তুলেছে যশোরের সরকারি বেসরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানে। নৃত্যে তার হাতেখড়ি নৃত্যগুরু অকাল প্রয়াত সেলিম হোসেনের কাছে। বর্তমানে তার নৃত্য শিক মেহেদী হাসান নয়ন। জারিন তাসনিয়া রূপকথা নৃত্য বিষয়ে উচ্চতর ডিগ্রিসহ একজন দক্ষ আর্কিটেক্ট হতে চায়।