অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএলে খেলা নিয়ে ধোঁয়াশা

0

লোকসমাজ ডেস্ক॥ মাত্র তিন দিন বাকি। ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের তেরতম আসর। কিন্তু বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি আসরটিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মূল দলের খেলোয়াড়রা যোগ দিতে পারবেন কি না, এখনও সেই ধোঁয়াশা কাটেনি। যুক্তরাজ্যে ওয়ানডে সিরিজ খেলছে দুই দল। সেখানকার বায়ো সিকিউর বাবল থেকে সংযুক্ত আরব আমিরাতের বায়ো সিকিউর বাবলে ঢুকতে হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। কিন্তু সোমবার কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান নির্বাহী সতীশ মেনন জানালেন, এই দুই দলের খেলোয়াড়দের আইপিএলে যোগ দেয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয়। যদিও কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরে গত সপ্তাহে জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের খেলোয়াড়রা তাদের দলের উদ্বোধনী ম্যাচ থেকেই খেলতে পারবেন। ওই খেলোয়াড়দের কোয়ান্টাইনের দরকার পড়বে না। কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান নির্বাহী নিশ্চিত নন, এত সহজে সব কিছু হবে কি না। মেনন বলেন, ‘এখনও কেউ এই বিষয়টি পরিষ্কার করেনি। বিসিসিআইকেই (ভারতীয় বোর্ড) জানাতে হবে কোয়ারেন্টাইন কমানো হবে কি না। আমরা এখনও পরিষ্কার কোনো বার্তা পাইনি।’ কিংস ইলেভেন পাঞ্জাবের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল এবং ইংলিশ পেসার ক্রিস জর্ডান চলতি সিরিজে খেলছেন। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সেই ম্যাচটি শেষ হওয়ার আগ পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।