স্টোকসের আশা কি ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস? কোচ বললেন…

0

লোকসমাজ ডেস্ক॥ হাতে সময় নেই। ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের এবারের আসর। কিন্তু রাজস্থান রয়্যালস এখনও আছে বড় দুশ্চিন্তায়। যাদের নিয়ে দলের পরিকল্পনা সাজানো হয়েছিল, তাদের মধ্যে সবচেয়ে বড় তারকাকে পাওয়াই যে অনিশ্চিত। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস এখন পারিবারিক বিপর্যয়ের মধ্যে। ক্যানসার আক্রান্ত অসুস্থ বাবার পাশে থাকতে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দ্বিতীয় আর তৃতীয় ম্যাচে খেলতে পারেননি। এখনও পারিবারিক ঝামেলার মধ্যেই আছেন স্টোকস। এমতাবস্থায় আইপিএলে তিনি আসতে পারবেন কি না, রয়েছে ঘোর অনিশ্চয়তা। তবে স্টোকস এখন যে পরিস্থিতিতে, তাতে এখন এটা নিয়ে কথা বলাই ঠিক নয় বলে মনে করেন রাজস্থান রয়্যালসের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি জানান, ইংলিশ অলরাউন্ডারকে যতটা দরকার, সময় দেয়ার পক্ষেই তাদের দল।
‘ক্রিকইনফো’র সঙ্গে আলাপে ম্যাকডোনাল্ড বলেন, ‘সবচেয়ে বড় কথা, স্টোকসের পরিবারের জন্য সহানুভূতি। এটা খুবই কঠিন পরিস্থিতি। তাই আমরা তাকে যতটা প্রয়োজন সময় দিচ্ছি। সেইসঙ্গে তার সঙ্গে যতটা সম্ভব যোগাযোগ রাখারও চেষ্টা করছি।’ রাজস্থান রয়্যালস কোচ যোগ করেন, ‘হ্যাঁ, আমরা জানি না স্টোকস এখন কি অবস্থায় আছে। কিন্তু যখন সে খেলতে পারবে, আমরা তখনই সিদ্ধান্ত নেব। তবে এই মুহূর্তে আমরা তাকে নিয়ে কি করব, কি হচ্ছে না হচ্ছে সেটা ভাবতেই চাই না।’ সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হলেও রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ তিনদিন পর। ২২ সেপ্টেম্বর তারা মোকাবেলা করবে চেন্নাই সুপার কিংসের।