চীনে কাঁকড়া রফতানি চালুর দাবি

0

শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা॥ চীনে কাঁকড়া রফতানি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কাঁকড়া ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাসুদেব মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনন্দ ঘোষ, কোষাধ্যক্ষ পরিতোষ বিশ্বাস, কাঁকড়া চাষি আনারুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সখীপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।
কাঁকড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতিতে দেশের অন্যতম অর্থকরী শিল্প কাঁকড়া রফতানি বন্ধ হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। অনেকের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। কাঁকড়া চাষি ও ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন। আমরা চাই চীনে কাঁকড়া রফতানি চালু হোক। অন্যান্য দেশে বর্তমানে সামান্য কাঁকড়া রফতানি চালু হলেও চীনে কাঁকড়া রফতানি চালু না হলে ক্ষতির শেষ থাকবে না ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের। যে পরিমাণ কাঁকড়া বিদেশে রফতানি হয় তার সিংহভাগ রফতানি হয় চীনে। বক্তারা আরও বলেন, সাতক্ষীরায় কাঁকড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে প্রায় দুই লাখ মানুষ। বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব শুরুর সময় থেকে বর্তমান পর্যন্ত লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। উপায় না পেয়ে বিভিন্ন পেশা বেছে নিচ্ছে অনেকে। আমরা চীনে কাঁকড়া রফতানি চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে জেলার শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা, আশাশুনিসহ বিভিন্ন উপজেলার শতাধিক কাঁকড়া চাষি ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।