ওবায়দুল কাদেরের পদত্যাগ চাইলেন রিজভী

0

লোকসমাজ ডেস্ক॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আত্মমর্যাদার কথা চিন্তা করে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত তার। জনসম্মুখে ডাহা মিথ্যা বলার পর একজন মন্ত্রীর কোনোক্রমেই দায়িত্বে থাকা তার মর্যাদার সঙ্গে বেমানান।’মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান রিজভী।
দেশে করোনায় আক্রান্ত রোগীর সঠিক সংখ্যা নিয়ে গত ৩ দিন আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগ চলে আসছে। শনিবার রিজভী দাবি করেন, সরকারি তালিকা থেকে ৮২ হাজার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাদ পড়েছে। রবিবার বিএনপিকে বাদ পড়া তালিকা দিতে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অন্ধকারে ঢিল ছুড়ে লাভ নেই।’ এরই পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরের উদ্দেশে বলতে চাই, বানোয়াট ও অসত্য কথা বলার ফেরিওয়ালা আপনারা। আপনার অবগতির জন্য জানাচ্ছি ১১ সেপ্টেম্বর ‘নিউ এজ’ পত্রিকাটির প্রধান শিরোনাম দেখুন। ৮২ হাজার নয়, ৮৪ হাজার করোনা রোগী সরকারের ডাটাবেজের অন্তর্ভুক্ত করা হয়নি। ডিজি হেলথ সার্ভিস কি সরকারি নাকি বিরোধী দলীয় প্রতিষ্ঠান? এটি প্রত্যক্ষভাবে একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের ডাটাবেজ থেকে ৮৪ হাজার রোগীর নাম হারিয়ে গেল কীভাবে? এই তথ্যটি এমন একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যেটি জনগণের নিকট বিশ্বাসযোগ্য গণমাধ্যম।’