নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা: ১৪ জনের নামে মামলা

0

নড়াইল প্রতিনিধি॥ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৪) কুপিয়ে হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিহত রেজওয়ানের মা জরিনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান এ তথ্য জানান। ওসি জানান, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশ হত্যা মামলাসহ ১৩টি মামলার আসামি সোহেল খানকে প্রধানসহ মোট ১৪ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। সোহেল দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী গ্রামের বদির খানের ছেলে।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া গ্রামের মৃত শেখ সাইফুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা রেজওয়ান বাড়ির পাশে দিঘলিয়া চৌরাস্তা এলাকায় হাঁটছিলেন। এ সময় আসামিরা মোটরসাইকেলে এসে রেজওয়ানের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি আশিকুর রহমান জানান, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে রেজওয়ানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ জনকে আটক করে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে ওসি জানান।