সীমান্তের ওপারে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরার কলারোয়া সীমান্তের ওপারে ভারতের অংশে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুমন (২৫) কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের পুত্র। বিষয়টি নিশ্চিত করে নিহতের খালাতো ভাই ড্রাইভার লাল্টু বলেন, ‘সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন গুলিবিদ্ধ হয়েছে। কলারোয়ার চান্দুড়িয়া সীমান্তের বিপরীতে ভারতের কালাঞ্চি সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে মোবাইলে ওপারের লোকজন জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘গরু আনতে সোমবার সন্ধ্যায় সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ জোয়ানদের হাতে গুলিবিদ্ধ হয় সুমন। তবে সুমন জীবিত আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’ নাম প্রকাশ না করার শর্তে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী কর্মকাণ্ডে সম্পৃক্ত কয়েকজন জানায়, ‘গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে সুমনকে বিএসএফ ক্যাম্পে এবং পরে হাসপাতালে নিয়ে গেছে বিএসএফ। বাংলাদেশের বিজিবি’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিএসএফ।’ সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় বিজিবি’র দায়িত্বশীল কোনও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে কলারোয়ার চান্দুড়িয়া এবং এর পার্শ্ববর্তী শার্শার দাউদখালী সীমান্তে টহলরত একাধিক বিজিবি সদস্য ঘটনাটি শুনেছেন বলে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন।