নেইমারের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন সেই খেলোয়াড়

0

লোকসমাজ ডেস্ক॥ মার্সেইর বিপক্ষে মারামারিতে জড়ানোর ঘটনায় নেইমার দোষ দিয়েছেন বর্ণবাদী আচরণকে। টুইটারেই মার্সেই ডিফেন্ডার আলভারো গনসালেসের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলেছেন। নেইমারকে পাল্টা কথা শোনাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন ওই ডিফেন্ডারও। তিনি নেইমারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরোপুরি। লিগ ওয়ানের সেই ম্যাচটায় একেবারে শেষের দিকে ঘটনাটা ঘটেছে। পিএসজির ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে লাল কার্ড দেখেছেন দুই দলের ৫জন। তাদেরে মধ্যে নেইমারও ছিলেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মূলত গনসালেসের সঙ্গেই বার কয়েক সংঘর্ষে জড়িয়েছেন। গনসালেসের মাথার পেছনে চড় মারার অপরাধেই লাল কার্ড দেখেন নেইমার। অবশ্য একটি ভিডিওতে আনহেল দি মারিয়া ও গনসালেসের মধ্যকার একটি ঘটনার প্রেক্ষিতে নেইমারকে ‘নো রেসিজম’ বলতেও শোনা গেছে। যদিও এই ঘটনার আগে অভিযোগ উঠেছে, দি মারিয়া নাকি মার্সেইর খেলোয়াড়ের ওপর থুতু মেরেছিলেন। যার ক্ষুব্ধ প্রতিক্রিয়াই দেখা যায় ম্যাচের শেষ দিকে।
নেইমার গনসালেসের বিরুদ্ধে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ আনলেও মার্সেই ডিফেন্ডার টুইটারে নিজের অবস্থান পরিষ্কার করে বলেছেন, ‘এখানে বর্ণবাদের কোনও স্থান নেই। আমার ক্যারিয়ারটা খুব স্বচ্ছ। দিনকে দিন অনেক বন্ধুর সংস্পর্শে এসেছি, খেলেছি অনেক সতীর্থের সঙ্গে।’ গনসালেসের এর পরের কথা থেকেই বোঝা যায়, তিনি কী বলতে চাইছেন। তিনি আসলে বলতে চাইছেন, নেইমার আসলে হার মেনে নিতে পারেননি, ‘মাঠে কীভাবে হারতে হয়, সেটা অনেক সময় শেখা প্রয়োজন। এমনকি হার মেনে নিতেও জানতে হয়। আজকে তিন পয়েন্ট অর্জন সত্যিই অবিশ্বাস্য।’ মার্সেইর কোচ আন্দ্রে ভিলাস বোয়াসও গনসালেসের পক্ষ নিয়েই কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমি আসলে জানি না। আশা করছি, এমন কিছু হয়তো হয়নি। কারণ ফুটবলে বর্ণবাদের কোনও জায়গা নেই। কিন্তু এর আগে দি মারিয়ার সঙ্গে একটা ঝামেলা হয়েছে, সে থুতু মেরেছিল। ফুটবলে এসব ঘটনা এড়িয়ে চলা উচিত। তবে আমার মনে হয় না এ ধরনের ঐতিহাসিক পারফরম্যান্সে এটা কোনও কালিমা মাখতে পারবে না।’