কাজী হুসাইনের বিরুদ্ধে উপজেলা কাজী সমিতির মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা কাজী সমিতির সেক্রেটারি মোশাররফ হোসেনকে কাজী হুসাইন কর্তৃক বোমা মেরে হত্যার হুমকি দেয়া, কয়েকজন কাজীকে শারীরিকভাবে লাঞ্ছনা করা ও বাল্য-বিবাহ পড়ানোসহ নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। পরে তারা জেলা প্রশাসকের দপ্তরে একটি স্মারকলিপিও দেয়।
প্রেসকাব যশোরের সামনে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলা এ মানববন্ধনে অংশ নেন সদর উপজেলা কাজী সমিতির সদস্যরা। মানববন্ধনে উপজেলা কাজী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সেক্রেটারি মো. কামাল হোসেনসহ বেশ কয়েকজন কাজী হুসাইনের বিভিন্ন অপকর্মের বিষয় তুলে ধরেন। তারা বলেন, যশোর পৌরসভার ২নং ওয়ার্ডের কাজী ও নিকাহ রেজিস্টার হুসাইন বাল্য-বিবাহ পড়িয়ে থাকেন। তাছাড়া ভয়ভীতি দেখিয়ে বিবাহ ও তালাক সম্পাদনসহ বহু অবৈধ কাজ এবং জালিয়াতির সাথে তিনি জড়িত। তারা এহেন কর্মকান্ড কাজী সমিতির গোচরে এলে জেলা কাজী সমিতির সেক্রেটারি মোশাররফ হোসেন সতর্ক করেন। এমতাবস্থায় গত ৩১ আগস্ট জজ কোর্ট গেট কাজী অফিসে সকালে সমিতির মিটিং চলাকালে সেখানে উপস্থিত হয়ে জেলা সেক্রেটারি কাজী মোশাররফ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বোমা মেরে তাকে হত্যার হুমকি দেন। এদিকে, হুসাইনের কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনসহ কাজীরা জেলা প্রশাসকের দপ্তরে যেয়ে স্মারকলিপি দেন।