যশোরের বিশিষ্ট ব্যবসায়ী মনু মিয়ার ইন্তিকাল *স্বজনদের পাশে অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট ব্যবসায়ী ও যশোর শহর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মুনাফ মনুমিয়া ইন্তিকাল করেছেন। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে দড়াটানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃতু্যৃকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল মুনাফ মনুমিয়া বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুর সংবাদ শুনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তাৎক্ষণিক হাসপাতালে যান। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন মরহুমের বাসভবনে যান। মৃত্যুর পর তার মরদেহ শহরের ঘোপ সেন্ট্রাল রোড বাইলেনস্থ বাসভবনে নেয়া হয়। গতকাল বাদজোহর ঘোপ স্টাফ কোয়ার্টার মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী মঙ্গলবার বাদ আছর মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার জানাজায় শরিক হওয়া মানুষের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে শরফুদ্দোলা ছোটলুুুু, বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, মাসুদুজ্জামান, হাজী আনিছুর রহমান মুকুল, শহীদুল বারী রবু, জাকারিয়া খান পিল্টা, শামীম হোসেন বাদল, ফরহাদ হোসেন বাবুল, মারুফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, কাউন্সিলর মোকছিমুল বারী অপু, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন রাজা, যুবলীগ নেতা তৌহিদুর রহমান চাকলাদার ফন্টু প্রমুখ।