আসামির হাতে আহত ইমরোজ হত্যা মামলার সাক্ষী ইউনুস মারা গেছেন

0

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসী হামলায় আহত হত্যা মামলার সাক্ষি ইউনুছ আলী (৪২) অবশেষে মারা গেছেন। ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। গত ৩১ আগস্ট রাতে মণিরামপুর উপজেলার শের আলী মদনপুরে তিনি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন। ইউনুছ আলীর বাড়ি যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামে। মৃতের ভাই নূর ইসলাম জানিয়েছেন, ২০১৯ সালের ২৪ জুলাই একই গ্রামের ইমরোজ খুন হয়। ওই মামলার প্রধান আসামি একই এলাকার সেলিম রেজা পান্নু। আর ইউনুছ ছিলেন সাক্ষি। তিনি আরো জানিয়েছেন, ইউনুছ গত ৩১ আগস্ট মণিরামপুরে যাচ্ছিলেন। শের আলী মদনপুর গ্রামে পৌঁছুলে রাত সাড়ে ৯টার দিকে ইমরোজ হত্যা মামলার প্রধান আসামি সেলিম রেজা পান্নু এসে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় ইউনুছ আলীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। স্বজনরা ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করে। সেখানে দু’সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২টার দিকে ইউনুছ আলী মারা যান। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। হাসপাতাল মর্গে গতকাল তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।