মেয়াদোত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবিতে মানববন্ধন

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের ১৩ জানুয়ারি। সে নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছিলেন মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী। এখনো পর্যন্ত এ পৌরসভায় আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ কারণে নতুন করে পৌর নির্বাচনের তফসিল ঘোষণার জন্য মোংলার সুশীল সমাজের নেতৃবৃন্দ মানববন্ধন ও সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১১ সালের ১৩ জানুয়ারি মোংলা বন্দর পৌরসভার নির্বাচনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী নির্বাচিত হন। ২০১৫ সালের ডিসেম্বরে বর্তমান পৌর মেয়রের মেয়াদ শেষ হওয়ার সময় ছিল। ওই বছর নভেম্বরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও সীমানা জটিলতার কারণে ভোটগ্রহণ স্থগিত হয়। সেই থেকে প্রশাসনিক জটিলতায় মোংলা বন্দর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পৌরসভার নির্বাচনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সুজনের স্থানীয় সাধারণ সম্পাদক নুর আলম শেখ, মোংলা প্রেস কাবের সাধারণ সম্পাদক হাসান গাজী, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মহসিন হোসেন প্রমুখ। এ বিষয়ে বর্তমান মেয়র জুলফিকার আলী বলেন, স্থানীয় কিছু রাজনৈতিক প্রতিপ একের পর এক মিথ্যে অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মামলা দিয়ে নির্বাচন বানচালের ঘটনার সাথে তিনি কোনভাবে জড়িত নন।