খাজুরার সাবেক অধ্যক্ষ মতিউর রহমানের ইন্তিকাল

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর খাজুরার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এমজেকে মতিউর রহমান শনিবার দিবাগত রাতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট গ্রামের মৃত হাতেম আলী মাস্টারের ছেলে। পারিবারিক সূত্র জানায়, মতিউর রহমান বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। রাজধানী ঢাকায় দু’দফা উন্নত চিকিৎসা শেষে সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় তিনি মারা যান। সাবেক এই শিক্ষকের মৃত্যুর খবর শুনে সংসদ সদস্য রনজিত কুমার রায় তার বাড়িতে যান। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। গতকাল রোববার নিজ বাড়ির সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গাইদঘাট গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উপাধ্যক্ষ আমিনুর রহমান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কোহিনুর রহমান, মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল মতিন, সুজনের বাঘারপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি বাচ্চু রহমান খান, সাধারণ সম্পাদক ইকরামুল হাসান মিঠু, সহ-সম্পাদক ফরিদুজ্জামান, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, সাবেক চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান, বিএনপি নেতা শামছুর রহমান, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুট্টো, বিএনপি নেতা মনিরুজ্জামান তপন প্রমুখ।