ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৪ টাকা

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে রবিবার (১৩ সেপ্টেম্বর) পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা। শনিবার (১২ সেপ্টেম্বর) যে পেঁয়াজ প্রতি কেজি ৪০ থেকে ৪১ (ঢাকা-চট্টগ্রাম-ফেনী ট্রাক লোডিং) দরে বিক্রি হয়েছে সেগুলো আজ (১৩ সেপ্টেম্বর) ৩৬ থেকে ৩৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম আরও কমবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
সাতক্ষীরা ভোমরা কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোমরা স্থলবন্দর দিয়ে রবিবার (১৩ সেপ্টম্বর) ৭৪ ট্রাকে করে ১ হাজার ৭৩৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) ৮২ ট্রাকে করে ১ হাজার ৭৯৮ মেট্রিক টন, বৃহস্পতবার (১৩) ৫৪ ট্রাকে করে ১ হাজার ২৬২ মেট্রিক টন, বুধবার (৯ সেপ্টেম্বর) ৮৮ ট্রাকে করে ২ হাজার ১৪৩ মেট্রিক টন, মঙ্গলবার (৮ সেপ্টম্বর) ৭৪ ট্রাকে করে ১ হাজার ৭৩০ মেট্রিক টন, রবিবার (৬ সেপ্টেম্বর) ৮৫ ট্রাকে ১ হাজার ৮৭০ মেট্রিক টন এবং সোমবার (৭ সেপ্টেম্বর) ৭৮ ট্রাকে ১ হাজার ৮৯৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভোমরা স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী মেসার্স কালাম ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী খোরশেদ আলী বলেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমবে বলে আশা করেন তিনি। তিনি আরও বলেন, ভোমরা পাইকারি বাজারে শনিবার (১২সেপ্টেম্বর) ৪০ থেকে ৪১ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ রবিবার এলসির পেঁয়াজের গাড়ি লোডিং রেট (ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও সিলেট) ৩৬/৩৭ টাকা দরে বিক্রি হয়েছে।