স্মিথের দ্বিতীয় ওয়ানডে খেলতে বাধা নেই

0

লোকসমাজ ডেস্ক॥ বৃহস্পতিবার নেট প্র্যাকটিসের সময় মাথায় আঘাত পেয়েছিলেন স্টিভেন স্মিথ। অজি ক্রিকেটারের মাথায় চোটটা ভালো ভাবেই লেগেছিল। যে কারণে কনকাশন (মাথায় আঘাত জনিত জটিলতা) পরীক্ষার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার খেলা হয়নি। আজকের দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে সংশয় থাকলেও সুখবরই দিয়েছেন তিনি। নতুন কনকাশন পরীক্ষায় উতরে যাওয়াতে এই ম্যাচে খেলতে স্মিথের বাধা নেই।
অবশ্য অনুশীলনে কোনও বোলারের হাতে এই ঘটনা ঘটেনি। নেটে স্মিথকে বল করছিলেন কোচিং স্টাফেরই একজন। নেটে থ্রো ডাউন খেলার সময় আচমকা বল আঘাত করে তার মাথায়। এর পর নেট থেকে বেরিয়ে স্মিথ আর ফেরেননি। সতর্কতাবশত তাই প্রথম ম্যাচ থেকে তাকে বাদ দেওয়া হয়। তবে শুক্র ও শনিবার দুই কনকাশন পরীক্ষায় দেখা গেছে সেই আঘাতের কারণে আর কোনও উপসর্গ তার মাঝে নেই। এই ইংল্যান্ডে গত বছরের আগস্টেও কনকাশন জনিত ঘটনায় সংবাদ শিরোনাম হয়েছিলেন স্মিথ। লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারের বাউন্সার তার মাথায় আঘাত করেছিল। যে কারণে দ্বিতীয় ইনিংসে তো বটেই, পরের টেস্টেও কনকাশন জটিলতায় আর খেলতে পারেননি তিনি।