দাম কমলো স্বর্ণের

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি মাসে স্বর্ণের দাম বেশ ওঠানামা করেছে। গেল জুলাইতে এ যাবতকালের দাম বৃদ্ধির রেকর্ড করে ধাতুটি। তবে গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ হাত বদল হয় ১৯৪০.৪৩ ডলারে।
৯ সেপ্টেম্বর প্রতি আউন্স স্বর্ণের সবশেষ দাম ছিল ১৯৪৬.৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫.২৩ ডলারে হয় স্বর্ণের লেনদেন। ১১ সেপ্টেম্বরে ছিল ১৯৪১.৫০ ডলারে। ১২ সেপ্টেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম নামে ১৯৩৯.৩৬ ডলারে।
যদিও বাংলাদেশে স্বর্ণের দাম এখনও কমেনি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য মতে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগছে ৭৪ হাজার ৮ টাকা।
তবে পাশের দেশ ভারতে কমেছে স্বর্ণের দাম। দেশটির গণমাধ্যম ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (WBBMJA) তথ্য অনুযায়ী বলছে, প্রতি ১০ গ্রাম খাঁটি স্বর্ণের (২৪ ক্যারেট) বাজার মূল্য ৫১ হাজার ৯৩০ রুপি। আর হলমার্ক গয়নার স্বর্ণের (২২ ক্যারেট) প্রতি ১০ গ্রামের দাম ৫০ হাজার ১০ রুপি।