আইনজীবী নেতা সালাহউদ্দিন স্বপনের ইন্তিকাল#অনিন্দ্য ইসলাম অমিত ও নার্গিস বেগমসহ নেতৃবৃন্দের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন স্বপন মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলিাইহি রাজেউন)। শুক্রবার দিবাগত রাত ১২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর । তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেলা ৪টার সময় তার মরদেহ যশোর শহরের খড়কিতে নিজ বাসভবনে এসে পৌঁছায়। বাদআছর জিলা স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন- বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপি নেতা নওশের আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, প্রেসকাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাড. আবুল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ, জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ আলী লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।
জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তার শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক প্রকাশ করেছেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও শোক প্রকাশ করেছেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এমএ গফুর, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবু মোর্তজা ছোট, সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।