যশোরে উপসর্গে মৃত ৫৫ জনের মধ্যে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নতুন করে আরো ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালের আরএমও ডাঃ মোঃ আরিফ আহমেদ জানিয়েছেন, করোনা মহিলা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রেনু বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর পর তার কোভিড-১৯ সংক্রমনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রেনু বেগম যশোরের অভয়নগর উপজেলার নুর ইসলামের স্ত্রী। এ নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর ৫৫ জনের ভেতর ১৮ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে বলে আরএমও জানিয়েছেন। যশোর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ১শ’ ৬৪টি নমুনা পরীক্ষার রিপোর্টে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। খুলনা মেডিকেল কলেজ হতে ১৫টি নমুনা পরীক্ষার রিপোর্টে আক্রান্ত হন ১ জন।
আক্রান্ত ২৬ জনের মধ্যে যশোর সদরে ২২ জন আক্রান্ত হয়েছেন। চৌগাছায় আক্রান্ত হয়েছেন ২ জন। এছাড়া ঝিকরগাছা ও কেশবপুরে ১ জন করে ২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন, শহিদুল ইসলাম,তহমিনা সুলতানা, হৃদয়, হাসানুজ্জামান, আজিজুল ইসলাম, নাজমা বেগম, সাজ্জাদ হোসেন, শহীদুর রহমান, সোহাগ হোসেন, তামান্না সুলতানা, ওয়ালিদ হাসান, শিরিন আক্তার, বৃষ্টি, মরিয়া হক, সাহাদৎ হোসেন, নাসিমা, নজরুল ইসলাম, সাইদুর রহমান, মুনসুর আলী, খোকন ইসলাম, মোহাম্মদ আলী, চম্পা খাতুন, চম্পা খাতুন, পলাশ মিয়া, ঝিকরগাছার আব্দুর রাজ্জাক, কেশবপুরের শিউলী দত্ত, চৌগাছা উপজেলার জাহানারা বেগম ও মুন্না। হাসপাতাল সূত্র জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের যুগ্ম সচিব এনামুল হক গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন। পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী দুপুর ১২টায় এনামুল হক যশোর ২৫০ শয্যা হাসপাতালে আসেন এবং দুপুর দেড়টার দিকে হাসপাতাল ত্যাগ করেন। এ সময়ের ভেতর তিনি হাসপাতালের কোভিড-১৯ ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ড, বহিঃবিভাগের ক্যাশ কাউন্টার, ফার্মেসি, প্যাথলজি, সিটিস্ক্যান মেশিন, এক্স-রে বিভাগ ও করোনারি কেয়ার ইউনিটের সামনের এলাকা পরিদর্শন করেন। এ সময় যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন উপস্থিত ছিলেন।