খুলনায় যোগিপোল ইউনিয়নে সুধি সমাবেশ অনুষ্ঠিত

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকনের সার্বিক সহযোগিতায় যোগিপোল ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকান্ডের রুপরেখা বাস্তবায়নে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যোগিপোল ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে শুক্রবার রাত সাড়ে ৮টায় কুয়েট রোডস্থ বালুর মাঠে সুধি সমাবেশে শুভেচ্ছা বক্তৃতা করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন। বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবর রহমানের সভাপতিত্বে সুধি সমাবেশে বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সলেমান মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, সহ-সভাপতি নুর মোহাম্মাদ বিশ্বাস, বিশিষ্ট লেখক ও ব্যাংকার সৈয়দ আশরাফ আলী প্রমুখ। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের রুপরেখা এবং সমস্যার কথা তুলে ধরেন।