কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

0

লোকসমাজ ডেস্ক॥ স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপ। শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রির এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এখন থেকে ট্রেনের মোট আসনসংখ্যার ২৫ শতাংশ টিকিট যাত্রীরা স্টেশনের কাউন্টার থেকে কিনতে পারবেন। ২৫ শতাংশ অনলাইনে। আর করোনা পরিস্থিতির কারণে ৫০ ভাগ আসন ফাঁকা থাকবে। ফের কাউন্টার থেকে টিকিট কেনার সুযোগ সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রীদের অনেকে বিশেষ করে যারা নিম্ন আয়ের লোকজন ও প্রযুক্তি ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারেন না তারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে অনেকেই মনে করছেন, করোনা পরিস্থিতিতে স্টেশনে এসে কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার কারণে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে।
করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনায় অর্ধেক আসন খালি রেখে ট্রেন চালু ও পুরো টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানেও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি ট্রেনের মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। তবে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসনসংখ্যার ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি হচ্ছে। তবে টিকিট ইস্যু করার অন্যান্য নিয়ম অপরিবর্তিত রাখা হয়েছে। আন্তনগর ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হবে না, দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া যাবে না বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপ। বর্তমানে বিভিন্ন গন্তব্যে সব মিলিয়ে মোট ৬৭ জোড়া, অর্থাৎ ১৩৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সব কটি গন্তব্যের টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে। যে সব ট্রেনের টিকিট অবিক্রীত রয়ে গেছে সেটা কাউন্টারে পাওয়া যাবে। মূলত ২১ তারিখের পরের ২৫ শতাংশ টিকিট যাত্রীরা কাউন্টার থেকে কিনতে পারছেন।