প্রথম ম্যাচ থেকেই তোপ গানারদের

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা প্রভাবিত ‘নিউ নরমাল’ জীবনে ফুটবল রসিকদের খুব বেশিদিন দূরে রাখতে পারলো না ফুটবল। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে প্রবল আকর্ষক ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেল শনিবার। উদ্বোধনী ম্যাচেই আর্সেনাল হয়তো জানিয়ে দিল, করোনার মধ্যেও অনিঃশেষ ফুটবল বিনোদন উপহার দিয়ে যাবে প্রিমিয়ার লিগ। আর্সেনাল প্রিমিয়ারে ফিরে আসা লন্ডনি প্রতিপক্ষ ফুলহামকে হারিয়েছে ৩-০ গোলে। গোল করেছেন আলেজান্দ্রে লাকাজেত, নতুন সাইন করা গ্যাব্রিয়েল ও অধিনায়ক পিয়েরে এমেরিক অবামেয়াং।
নবাগত দুই ব্রাজিলিয়ান খেলোয়াড়ের দারুণ অভিষেক হলো গানারদের জার্সিতে। এদের একজন ফ্রান্সের লিল থেকে আসা ২২ বছর বয়সী ডিফেন্ডার গ্যাব্রিয়েল তো গোলও করেছেন। চেলসির সাবেক তারকা উইলিয়ানও ছিলেন উজ্জ্বল। এদের দুজনের তৎপরতায় জয়টা এসেছে খুব সহজেই। যদিও ফুলহামকে নিজেদের মাঠে মৌসুমের সূচনা ম্যাচে একেবারেই ম্যাড়মেড়ে লেগেছে। অবামেয়াং শেষদিকে দারুণ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারলে জয়টা আরও বড় হতো। বাজে রক্ষণের মূল্য চুকিয়ে ফুলহাম আট মিনিটেই গোল খেয়ে বসে। মৌসুমের প্রথম গোলদাতা হিসেবে নাম তোলেন লাকাজেত। দ্বিতীয়ার্ধের মিনিট তিনেক পেরোতেই গোল করেন গ্যাব্রিয়েল। ঘড়ির কাঁটা ঘণ্টা ছোঁয়ার আগে স্কোরলাইন ৩-০ করে ফেলেন অবামেয়াং। এর বাইরেও গোটা দুয়েক সুযোগ নষ্ট করেছেন গ্যাবনিজ স্ট্রাইকার। প্রথমার্ধে উইলিয়ানের ফ্রি-কিক লেগেছে পোস্টে। গত লিগ আটে শেষ করা আর্সেনাল এফএ কাপ জিতে ইউরোপে খেলার সুযোগ পেয়েছে। তবে শেষদিকে দলটিকে যেভাবে উজ্জীবিত করেছেন কোচ মিকেলে আর্তেতা তাতে মনে হয় আর্সেনাল এবার পেছনে পড়ে থাকবে না। প্রথম ম্যাচেই সেটা দেখা গেল।