বেকহামের দল ইন্টার মায়ামিতে হিগুয়েইন

0

লোকসমাজ ডেস্ক॥ সাবেক জুভেন্টাস সতীর্থ, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ব্লেইস মাতুইদি ইন্টার মায়ামিতে নাম লিখিয়েই জল্পনাটা জোরালো করেছিলেন গঞ্জালো হিগুয়েইন। অবশেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে সাইন করতেই আর্জেন্টাইন স্ট্রাইকার শুক্রবার ফ্লোরিডা পৌঁছে গেছেন বলে খবর দিয়েছে সংবাদ সংস্থা এপি। ইন্টার মায়ামির অন্যতম মালিক সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম। শুক্রবার ৩২ বছর বয়সী হিগুয়েইনের পাশে দাঁড়িয়ে তোলা ছবি টুইটারে পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন আরেক মালিক হোর্হে মাস। ‘হৃদয়ের উষ্ণতায় স্বাগত গঞ্জালো হিগুয়েইন, বিশ্বমানের এক স্ট্রাইকার ও চ্যাম্পিয়ন’-মাস ছবির ওপর লিখেছেন ক্যাপশনে।
ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে হিগুয়েইনের ট্রান্সফার নিশ্চিত করেনি, কারণ তার মেডিকেল এখনও সম্পন্ন হয়নি বলে জানিয়েছে এএফপি। এমএলএস হলো বুড়ো ফুটবলারদের পুনর্বাসন কেন্দ্র, বানপ্রস্থ। লিওনেল মেসির পাশে আর্জেন্টিনা দলে তিনটি বিশ্বকাপ খেলা হিগুয়েইনের বয়স মেসির চেয়েও এক বছর কম। সেই হিগুয়েইন কি ইউরোপে খেলার চ্যালেঞ্জটা আর নিতে চান না? প্রশ্নটা উঠছেই। অথচ কী বর্ণাঢ্য তার ইউরোপিয়ান ক্যারিয়ার। নাপোলি ও রিয়াল মাদ্রিদের পর সর্বশেষ গায়ে উঠেছে জুভেন্টাসের জার্সি। জুভেন্টাসের সঙ্গেই সর্বশেষ চুক্তিটা ছিল চারবছরের। তবে এর মধ্যে ২০১৮-১৯ সালে তাকে ধারে পাঠানো হয় এসি মিলানে। ২০১৯ সালে জুভেন্টাসে ফিরে যাওয়ার আগে কিছুদিন ধারে খেলেছেন চেলসিতেও। তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি ইতালিয়ান চ্যাম্পিয়নরা। হিগুইয়েনের ছেড়ে আসা জায়গায় জুভেদের নতুন কোচ আন্দ্রেয়া পিরলো নিতে চাইছেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। এই প্রথম এমএলএসে এসে ইন্টার মায়ামিকে সংগ্রাম করতে হচ্ছে। ১০ ম্যাচে মাত্র দুটি জয় তাদের। হিগুয়েইনের জন্য অপেক্ষা করছে চ্যালেঞ্জ। এখানে কি উপভোগ করবেন ফুটবল? অবশ্য বড় ভাই ফেদেরিকোও খেলেন এমএলএসে, তার দল ডি.সি ইউনাইটেড। এটা যদি তাকে সাহায্য করে কিছুটা।