আইপিএলে আমেরিকান ক্রিকেটার!

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের ক্রিকেট এগোচ্ছে, তবে এখনও সেভাবে সাড়া ফেলেনি। সেই দেশের ক্রিকেটার কিনা নাম লেখাতে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)! ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট ঘরোয়া প্রতিযোগিতায় বড় দলের নামি অনেক খেলোয়াড়ই যেখানে সুযোগ পান না, সেখানে ‘অখ্যাত’ আলি খান কলকাতা নাইট রাইডার্সের তাঁবুতে যাচ্ছেন বলে খবর ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর। ২৯ বছর বয়সী পেসার চোটে আক্রান্ত হ্যারি গার্নির জায়গায় সুযোগ পেয়েছেন কলকাতা দলে। এতে করে প্রথম আমেরিকান ক্রিকেটার হিসেবে আইপিএলে যোগ দিচ্ছেন আলি। অবশ্য আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি কলকাতা ফ্র্যাঞ্জাইজি থেকে। তবে ক্রিকইনফোর দাবি, আমেরিকান পেসার সংযুক্ত আরব আমিরাতে নাইটদের সঙ্গে যোগ দিচ্ছেন।
সদ্যই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। অজেয় চ্যাম্পিয়ন হওয়া দলটির সদস্য এই আলি। শিরোপা জেতার পথে আমেরিকান পেসার ৮ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সিপিএলের দলটি আবার কলকাতা নাইট রাইডার্সের মালিকানার অংশ। সে কারণেই গার্নির চোটে আলিকে দলে টেনেছে তারা। আলি প্রথমবার প্রচারের আলোয় আসেন ২০১৮ সালে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি দিয়ে। ওই আসরে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ডোয়াইন ব্রাভো নিয়ে আসেন সিপিএলে। সেখানেও নিজের সামর্থ্যের জানান দেন। এবারও ব্রাভোর সঙ্গে একই দলে খেলেছেন তিনি। সিপিএলের শিরোপা জিতে আলির সঙ্গে একই প্লেনে উঠে ব্রাভো সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পরবর্তী গন্তব্য দুবাই’। ২৯ বছর বয়সী আলি ২০১৬ সালে প্রথমবার যুক্তরাষ্ট্র জাতীয় দলে সুযোগ পান। এখন পর্যন্ত দেশের জার্সিতে একটি ওয়ানডেই খেলেছেন তিনি।