কাবাডি পরিষদ : আবুল বাশার সাইফুদ্দৌলা সভাপতি ও শহিদুর রহমান সম্পাদক নির্বাচিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল বাশার সাইফুদ্দৌলা এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুর রহমান। নির্বাচিত আবুল বাশার সাইফুদ্দৌলা শহীদ আসাদ স্মৃতি সংঘ ও যশোর লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। শহীদুর রহমান যশোরের প্রথম শ্রেণির ফুটবল রেফারি। তাদের অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জমির হোসেন লাবু জোয়ার্দ্দার।