যশোরে আরও ২১ জন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল যশোরে ২১ জন কোভিড-১৯ সংক্রমনে আক্রান্ত হয়েছেন। যশোর সিভিল সার্জন অফিসের এক পরিসংখ্যানে জানা গেছে, গতকাল ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের ভেতর ১২ জনই যশোর সদরের। অপর ৯ জনের ৬ জন অভয়নগরের, ৩ জন কেশবপুরের। এ নিয়ে যশোরে মোট ৩ হাজার ৬শ ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪২ জনের। ২৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। হোম আইসোলেশনে রয়েছে ১ হাজার ২শ ২৪ জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২ হাজার ৩শ ২১ জন। গতকাল আক্রান্ত হয়েছেন, ২৫০ শয্যা হাসপাতালের খোকন ইসলাম (৫৪), মোঃ সেলিম (৩৩), মোঃ রহমাতুল্লাহ (৩৫), আম্বিয়া ইসলাম (৪৪), শহিদুল ইসলাম (৫২), জুলিয়া (৪২), ইতি (২৯), আবুল কাসেম (৬৫), চামেলী মুখার্জী (৫১), শারমিন আক্তার (৪৭) ও মহাকিমেন (২০), অভয়নগরের আবুল খায়ের (৫৫), রুমানারিশ ল্যাম, রাকিব (২৬), রাফেজা খাতুন (২৮), হালিম বিশ্বাস (৫০), সোহাগ সর্দার (৩৬), সাদিয়া আফরিন (৫৪), কেশবপুরের তাপস দে (৫৮), রিতা দে (৪৩) ও লেকচারার হাসান (৪২)। সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন কোভিড-১৯ সংক্রমনের আক্রান্তদের পরিসংখ্যান সম্পর্কে বলেন, যশোরে করোনা পরিস্থিতি বাড়ছে না কমছে তা এখনো বলা যাচ্ছে না। আক্রান্তের মধ্যে প্রতিদিন ২০ থেকে ৩৫ জনের ভেতরে থাকছে। তিনি বলেন, নমুনা পরীক্ষার আনুপাতে আক্রান্তের সংখ্যা কম। গত ১১ সেপ্টেম্বর প্রাপ্ত ১শ ১৫টি রিপোর্টে ২১ জন আক্রান্ত হয়েছেন। ১০ সেপ্টেম্বর ১শ ৬২টি রিপোর্টে ৩৫ জন, তার আগে পর্যায়ক্রমে ১শ ৮টি রিপোর্টে ২০ জন ও ১শ ৪২টি রিপোর্টে ৩১ জন আক্রান্ত হয়েছেন।