পিএসডিইএফবি যশোর শাখার কমিটি অনুমোদন

0

স্টাফ রিপোর্টার ॥ ইঞ্জিনিয়ার সাদিয়া খানকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান রকিকে সাধারণ সম্পাদক করে প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশের (পিএসডিইএফবি) যশোর শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটি এই কমিটি অনুমোদন দেয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে তারা প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রে মর্যাদা, বৈষম্যমূলক বেতন, কাঠামো নির্ধারণ, সহ নিজেদের সকল অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তাদের অর্থ সংশ্লিষ্ট আন্দোলন সংগ্রাম জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সক্রিয় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।