তিন জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট দাখিল : যৌতুকের কারণে বাসরঘরেই স্বামীর নির্যাতনে জ্ঞান হারিয়ে ছিলেন পিংকি

0

স্টাফ রিপোর্টার ॥ বাসরঘরে আদর সোহাগের পরিবর্তে প্রবাসী স্বামীর নির্যাতনে জ্ঞান হারিয়ে ছিলেন পিংকি। যৌতুকের টাকার জন্য তাকে বেধড়ক মারধর করা হয়েছিলো। নির্যাতনের শিকার যশোর শহরের বারান্দীপাড়ার মেয়ে পিংকির দায়ের করা সেই মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। চার্জশিটে স্বামী মনিরামপুর উপজেলার গাংগুলিয়া গ্রামের প্রবাসী আরিফুল ইসলাম ও তার পিতা আরিজুল ইসলাম ও মা তাসলিমা খাতুনকে অভিযুক্ত করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম মুন্সী আদালতে দেয়া চার্জশিটে উল্লেখ করেছেন, আরিফুল দুবাই থাকতেন। দেশে এসে গত বছরের ৪ অক্টোবর তিনি যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ার আকবর আলরি মেয়ে পিংকি খাতুনকে বিয়ে করেন। এরপর যৌতুকের দাবিতে আরিফুল তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। স্ত্রীর কাছে তার দাবি ছিলো, বিদেশের গ্রিন কার্ডের জন্য পাঁচ লাখ টাকার। তবে এর মধ্যে তিনি স্ত্রীর পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা আদায়ও করেন। পরে বিয়ের কয়েকদিনের মাথায় ফের বিদেশ চলে যান। এরপর তার পিতা মাতাকে দিয়ে বাকি তিনলাখ টাকার জন্য পিংকির ওপর ফের নির্যাতন শুরু করা হয়। বাকি তিন লাখ টাকা না দেওয়ায় বিয়ের দুই মাসের মাথায় গত ২ ডিসেম্বর পিংকিকে বাড়ি থেকে বের করে দেন আরিফুলের পিতা-মাতা। উল্লেখ্য, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় পিংকি খাতুন গত ২৩ মার্চ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। বিচারক তার অভিযোগ আমলে নিয়ে কোতয়ালি থানা পুলিশের ওসিকে সেটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছিলেন। ওই মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।