শিক্ষা জীবনের সহপাঠী নারীকে উত্ত্যক্তের অপরাধে আটক

0

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা জীবনের সহপাঠী নারীকে ফেসবুকেসহ নানাভাবে উত্ত্যক্ত করার অপরাধে দুলাল খাঁ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই যশোর। গত বুধবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আলেপ খাঁ’র ছেলে। তার কাছ থেকে ৪টি মোবাইল ফোনসেট ও গ্রামীণ ফোন কোম্পানির ১৬টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, যশোর শহরের বসবকারী ভুক্তভোগী ওই নারী কাশিয়ানীর ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতেন। সেখানে দুলাল খাঁ তার সহপাঠী ছিলেন। তিনি মনে মনে সহপাঠী নারীকে পছন্দ করতেন। তবে ওই নারীর অন্যত্র বিয়ে হয়ে যায়। কিন্তু দুলাল খাঁ ‘রকিবুল ইসলাম রকিব’ পরিচয়ে ফেসবুকে একটি ফেক আইডি খুলে ওই নারীর ও তার সন্তানদের ছবি ব্যবহার করে বিভিন্নজনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন। এছাড়া নানাভাবে ওই নারীর কাছে এসএমএস পাঠিয়ে তাকে উত্ত্যক্ত করতেন। এতে কোনো সাড়া না পাওয়ায় তিনি শিক্ষা জীবনের সহপাঠী নারীকে মোবাইল ফোনে হুমকি দেন। ভুক্তভোগী নারী তার স্বামীকে জানালে গত ৯ সেপ্টেম্বর এই ঘটনায় যশোর কোতয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। পরে পিবিআই দুলাল খাঁ’কে আটক করে। বৃহস্পতিবার তাকে যশোরের আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।