যশোরের বড় বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ, কাঁচা মরিচ ও আলু বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের বড় বাজারের কয়েকটি স্থানে অভিযান চালান। এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ নানা অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সদর উপজেলার চুড়ামনকাটিতে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
পেশকার শেখ জালাল উদ্দিন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বড় বাজারের হাটখোলা রোডের আলুপট্টি ও এইচ এম এম রোডের কালীবাড়ি এলাকায় অভিযান চালান। মূলত পেঁয়াজ, কাঁচা মরিচ ও আলুর দর নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। কিন্তু ব্যবসায়ীরা কত টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ অপরাধে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব উপস্থিত ছিলেন। এদিকে পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সদর উপজেলার চুড়ামনকাটিতে আলাদা অভিযান চালায়। সরকারি এই সংস্থার সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূল্য তালিকা না থাকায় বাজারের ৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-বিশ্বজিৎ স্টোর, বিশ্বজিৎ স্টোর-২, সোহরাব স্টোর, খোকন স্টোর ও আল আমিন স্টোর। অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী সৌমেন কুন্ডু উপস্থিত ছিলেন।