মহেশপুরে মাদক বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরের ফতেপুর শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মহেশপুর উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে নির্বাহী অফিসার শ্বাশতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, মহেশপুর প্রেসকাবের সভাপতি আব্দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আফজাল হোসেন প্রমুখ।