১৪ লাখ টাকা আত্মসাত তিন প্রতারক আটক

0

খুলনা ব্যুরো ॥ বিকাশ এবং ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে ১৪ লাখ টাকা আত্মসাত করার অভিযোগে যশোর থেকে তিনজনকে আটক করেছে র‌্যাব-৬ খুলনার একটি বিশেষ টিম। বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৬ সদর দফতর লবণচরা প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল রওসনুল ফিরোজ । প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, যশোর শার্শা উপজেলার গোগা এলাকার ওয়েব সাইট খুলে অর্থ প্রতারণার খবর পেয়ে র‌্যাবের বিশেষ টিম ফাদঁ পেতে শাহরিয়ার আজমকে (২০)আটক করে। পরে তার কথা অনুযায়ী মুশফেকুর রহমান ও আহসান কবীর রনিকে আটক করা হয় । তারা করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার আড়াই হাজার টাকা পাইয়ে দেবার কথা বলে গত ২ মাসে ১৪ লাখ টাকা আত্মসাত করেছে । আটককৃতদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, ৫টি মোবাইল ফোন সেট,৮টি সিমকার্ড , পিসি-মনিটরসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এ ব্যাপারে যশোর কোতয়ালী থানায় র‌্যাবের প হতে মামলা করার প্রক্রিয়াধীন বলে জানানো হয় ।