যুবলীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনায় মামলা, আটক ৪ জনকে কোর্টে সোপর্দ

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা, মারপিটসহ জমি দখলের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার রাতে থানায় যুবলীগ নেতা নয়নসহ ১০ জনের নাম উল্লেখসহ মামলা দু’টি করা হয়। পুলিশ এর আগে এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ যুবলীগ নেতা নয়ন আচার্য্য এবং সন্দেহভাজন ৬ জনকে আটক করে। পরে যাচাই বাছাই শেষে এর মধ্যে আকাশ আচার্য্য, পবিত্র ব্যানার্জি ও পাপন আচার্য্যকে ছেড়ে দেয়া হয়। বাকী ৪ জন নয়ন আচার্য্য এবং তার কাকা সত্য রঞ্জন আচার্য্য, উত্তম আচার্য্য ও জীবন কৃষ্ণ আচার্যকে বৃহস্পতিবার দুুপুরে পুলিশ আদালতে সোপর্দ করে। মনিরামপুর থানা পুলিশের এসআই সোমেন কুমার বিশ্বাস জানান, দুর্বাডাঙ্গা ইউনিয়নের বাজিতপুর গ্রামের চিত্ত আচার্য্য ইতিপূর্বে তার ছোটভাই সত্য আচার্য্যরে কাছে ১১ শতক জমি বিক্রি বাবদ বায়নাপত্র করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সত্য আচার্য্য জমি দলিল করে নিতে ব্যর্থ হন। ফলে চিত্ত আচার্য্য পরবর্তীতে ওই জমি তার বড়ভাই সুভাষ আচার্য্যরে কাছে বিক্রি করেন। এ নিয়ে চিত্ত ও সুভাষের সাথে তাদের অপর ভাই সত্য আচার্য্যরে ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সত্য আচার্য্য তার অপর ভাই মনোরঞ্জন আচার্য্যরে ছেলে দুর্বাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের নির্বাহী কমিটির সদস্য নয়ন আচার্য্য ও তার লোকজনকে সাথে নিয়ে ওই জমি দখল করতে যায়। কিন্তু চিত্ত আচার্য্যরে অভিযোগ, এ সময় বাধা দিলে নয়নের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। অবশ্য মারপিটে এ সময় তাদের বড়ভাই সুভাষ আচার্য্য, প্রশান্ত আচার্য্য, নিন্দ আচার্য্য, মৃণাল আচার্য্য, স্বর্ণা আচার্য্যসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে অভিযান চালিয়ে এক’শ গ্রাম গাঁজাসহ যুবলীগ নেতা নয়ন আচার্য্যকে আটক করে। পরে সন্দেহভাজন আরো ৬ জনকে আটক করা হয়। ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, রাতে যাচাই বাছাই শেষে ৩ জনকে ছেড়ে দেয়া হয়। হামলা, দখল ও মারপিটের ঘটনায় অনুপ আচার্র্য্য বাদী হয়ে নয়ন আচার্য্য, সত্য রঞ্জনসহ ৮ জনের নাম উল্লেখসহ একটি মামলা করেন। এ ছাড়াও গাঁজা উদ্ধারের ঘটনায় এসআই সোমেন কুমার বিশ্বাস বাদী হয়ে নয়নসহ দু’জনের বিরুদ্ধে ওই রাতেই মাদক সংক্রান্ত আইনে আর একটি মামলা করেন। মামলা দুটির তদন্ত কর্মকর্তা নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে নয়ন আচার্য্য, সত্য রঞ্জন আচার্য্য, উত্তম আচার্য্য ও জীবন কৃষ্ণ আচার্য্যকে আদালতে সোপর্দ করা হয়েছে।