আজ মহসেন জুট মিল শ্রমিকদের লাগাতার আন্দোলনের ঘোষণা

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমনি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের বৃহস্পতিবার এক জরুরি বৈঠক হয়েছে। চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বৈঠকটি বিকেলে গফ্ফার ফুড মোড়ে অনুষ্ঠিত হয়। সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজি, সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ । নেতৃবৃন্দ বলেন, আজ শুক্রবারের জনসভার মাধ্যমে শ্রম পরিচালকের কার্যালয় ঘেরাওসহ লাগাতার আন্দোলনের কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।