ঝিকরগাছায় দিনব্যাপী মৎস্যচাষিদের প্রশিক্ষণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই শ্লোগানে ২০২০-২১ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ঝিকরগাছা সদর ইউনিয়নের মৎস্যচাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ বর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনায় মাছের রোগবালাই ও তার প্রতিকার বিষয়ক এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মাহাবুবুর রহমান। প্রশিকের দায়িত্বে ছিলেন, ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো, আনোয়ার কবীর। এসময় উপজেলা মৎস্য অফিসের সহকারী ফিল্ড অফিসার আনারুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মশালায় ২০ জন মৎস্যচাষি অংশগ্রহণ করেন।