পাইকগাছার ক্ষতিগ্রস্ত এলাকা জাপানী প্রতিনিধি দলের পরিদর্শন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিদর্শন করেছেন জাপানী প্রতিনিধি দল ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ২০ ও ২০/১ পোল্ডারের ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের জন্য প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন, জাপানের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিভিশন মাসাকি ইসি, জাইকার কনসালট্যান্ট মো. নুরুল আমিন তালুকদার, খুলনার নির্বাহী প্রকৌশলী পলাশ কান্তি ব্যানার্জী, সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য রবীন্দ্র নাথ মন্ডল।  উল্লেখ্য, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে উপজেলার দেলুটি ইউনিয়নের শিবসা নদীর তীরে অবস্থিত কালীনগর, চকরিবকরি, গেওয়াবুনিয়ার ওয়াপদা বাঁধ ভেঙে ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় শত শত বাড়িঘর, ফসলের ক্ষেত ও চিংড়ি ঘের। ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য এ প্রতিনিধি দল পরিদর্শনে এসেছেন বলে চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানিয়েছেন।