অসামাজিক কাজে লিপ্ত থাকায় দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়ায় প্রবাসী শাহিন শেখের বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় মো. জুবায়ের হোসেন ও রফিক শেখ নামের দুইজনকে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে। এলাকাবাসী জানান, তেলিগাতী মধ্যপাড়ার এক প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকায় জুবায়ের হোসেন (২৮) ও মো. রফিক শেখ (৩০) কে স্থানীয় জনতা আটক করে। রফিক শেখ শিরোমণি দণিপাড়ার ইন্তাজ শেখের পুত্র। তিনি জনতা ব্যাংক ফুলবাড়ীগেট শাখার অস্থায়ী কর্মচারী (পিয়ন) হিসেবে কর্মরত। অপরদিকে পুলিশ সদস্য মো. জোবায়ের হোসেন মাগুরায় কর্মরত। স্থানীয় জনতা তাদেরকে আপত্তিকর অবস্থায় ধরে গণধোলাই দেয়। পরবর্তীতে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধি কাজী শহিদুল ইসলাম পিটো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় সামাজিকভাবে বিষয়টি মিটিয়ে ফেলা হয়েছে। তবে এ ধরনের অসামাজিক কার্যকলাপ পরবর্তীতে দেখা দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রেজাউল করিম বলেন, স্থানীয় জনতা তাদেরকে আটক করে আমাদের খবর দেয়। এই ঘটনায় কোন পক্ষ অভিযোগ বা মামলা না করায় তাদের ছেড়ে দেয়া হয়। পুলিশের ঐ সদস্য যে স্থানে কর্মরত রয়েছে সেখানকার উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। একই সাথে ফুলবাড়ীগেট জনতা ব্যাংক কর্তৃপক্ষকে বিষযটি জানানো হয়েছে।