যশোরে নতুন করোনা শনাক্ত ৩৫, মোট আক্রান্ত ৩৫৯১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে নতুন করে আরও ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় এ জেলা থেকে সংগ্রহকৃত ১৬২টি নমুনার পরীক্ষার ফলাফলে ৩৫ জনের শরীরে করোনা পজেটিভ রেজাল্ট আসে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৯১। গত ২৪ ঘন্টায় এ জেলায় করোনা আক্রান্তে এবং উপসর্গে কেউ মারা যায়নি। নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে শুধুমাত্র সদর উপজেলার ৩২ জন। বাকি ৩ জন শার্শা, ঝিকরগাছা এবং অভয়নগর উপজেলার। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে, যশোর শহরের রেল রোডের শাহ আলম, পুলিশ লাইন এলাকার আব্দুল হামিদ, (৫৩), মনিরুজ্জামান (৪৫), সুজিত কুমার (৩৮), স্টেডিয়ামপাড়া আসাদুর রহমান (৫২), রেলগেটের সিরাজুল ইসলাম (৪৮), বেজপাড়ার অতশী (৩০)। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্মচারী মকলেসুর রহমান, মা ও শিশু কল্যান কেন্দ্রের রাশিদা খাতুন (৪২), বারান্দীপাড়ার আব্দুস শুকুর (৭০), চাঁচড়ার শাহিদা বেগম (৫৬), উপশহরের আরিফুল ইসলাম (২৬), বসুন্দিয়ার মহিউদ্দিন (৩৭), খিতিবদিয়ার আমিরুল ইসলাম, এড়েন্দার ডালিম (৪৫), রোকেয়া খাতুন (৩২) এবং ফারুক (৩৬)। এছাড়াও রয়েছেন, শার্শা উপজেলা সদরের জুলেখা বেগম (৪০), ঝিকরগাছার হালসার আসাদুল হক (৩৯) এবং অভয়নগরের গুয়াখোলার নিশাত সুলতানা (৬১)। এ জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৫৯১ জনের মধ্যে অর্ধেকেরও বেশি সদর উপজেলার। যশোর সদরে ১ হাজার ৯৮৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া শার্শা থেকে ২৫৭, অভয়নগর থেকে ৪৩২, কেশবপুর থেকে ২৬৬, ঝিকরগাছার ২৫৫, মণিরামপুর থেকে ১৫৫, চৌগাছা থেকে ১৪৪ এবং বাঘারপাড়া উপজেলা থেকে ৯৩জন আক্রান্ত হয়েছেন। এছাড়া এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৪২ জনের মধ্যে ৩১ জন সদর উপজেলার। এছাড়া অভয়নগর ও চৌগাছা থেকে ৩ জন করে শার্শা ও কেশবপুর থেকে ২ জন করে এবং বাঘারপাড়া উপজেলা থেকে ১ জন মৃত্যুবরণ করেছেন।