মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফের হ্যাকিংয়ের চেষ্টা রাশিয়ার হ্যাকারদের

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও গ্রুপগুলোর ওপর গোয়েন্দা নজরদারির চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয় ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট শিবিরে হ্যাকিংয়ে রাশিয়ার যেই গ্রুপটি জড়িত ছিল তারা আবারও সাইবার হামলা চালানোর চেষ্টা করছে। টেক জায়ান্ট মাইক্রোসফট এ ব্যাপারে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রচারণা শিবিরকে সতর্ক করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার সরকার সমর্থিত হ্যাকাররা বাইডেনের নির্বাচনী প্রচারণা পরামর্শক প্রতিষ্ঠান এসকেডিনিকারবোকারের কর্মীদের কর্মীদের হ্যাকিংয়ের টার্গেট বানানোর চেষ্টা করেছে। ওয়াশিংটনভিত্তিক এই প্রতিষ্ঠানটির সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন, হ্যাকাররা সকেডিনিকারবোকারের নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ‘তারা বেশ ভালোভাবেই সুরক্ষিত, তাই নেটওয়ার্ক ভাঙ্গতে পারেনি।’ এদিকে, মাইক্রোসফটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুধু বাইডেনই নয়, ট্রাম্প শিবিরেও হ্যাকাররা হামলার চেষ্টা করেছে।
রাশিয়ার হ্যাকারদের স্ট্রোনটিয়াম গ্রুপ রিপাবলিকান ও ডেমোক্রেটদের সঙ্গে সম্পৃক্ত দুই শতাধিক প্রতিষ্ঠানে হামলার চেষ্টা করেছে। মাইক্রোসফট জানিয়েছে, বাইডেনের প্রচারণা শিবিরের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের টার্গেট করেছে চীনা হ্যাকারা। আর ইরানি হ্যাকাররা টার্গেট করেছে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে সম্পৃক্তদের। তবে অধিকাংশ সাইবার হামলাই ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে এসকেডিকের ভাইস চেয়ারম্যান হিলারি রোজেন কোনো মন্তব্য করতে রাজী হননি। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সাড়া দেননি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে একে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন।