দক্ষিণ আফ্রিকায় নতুন দায়িত্বে ম্যাকেঞ্জি

0

লোকসমাজ ডেস্ক॥ পারিবারিক কারণে গত মাসে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের চাকরি ছেড়েছেন নিল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকায় থেকে যেতে চাইলেও তাকে বেশি দিন খালি হাতে বসে থাকতে হলো না। সাবেক প্রোটিয়া এই ব্যাটসম্যানকেই হাইপারফরম্যান্স বিভাগের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। এই দায়িত্বের ফলে ম্যাকেঞ্জি ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল, মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল ও একাডেমির অধীনে দায়িত্ব পালন করবেন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথের চাওয়াতেই ম্যাকেঞ্জি নতুন এই দায়িত্ব পেয়েছেন। এর ফলে ম্যাকেঞ্জি দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বিতীয় দফায় যুক্ত হলেন। ২০১৬ সালে এক বছর রাসেল ডমিঙ্গোর অধীনেও তিনি কাজ করেছেন।
ম্যাকেঞ্জি হাইপারফরম্যান্স বিভাগে দায়িত্ব পেলেও তাকে জাতীয় দলের হয়েও দিক নির্দেশনা দিতে হতে পারে। কারণ এই মুহূর্তে ডি ককদের স্থায়ী কোনও ব্যাটিং কোচ নেই। ২০১৯-২০ মৌসুমে জ্যাক ক্যালিস এই দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু পরে আর তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়নি। তাই জাতীয় দলের পাশাপাশি পাইপ লাইনে থাকা ব্যাটসম্যানদের উন্নতিতে তিনি কাজ করবেন। যেহেতু বাংলাদেশের হয়ে উপমহাদেশে ম্যাকেঞ্জির কাজের অনেক অভিজ্ঞতা হয়েছে। তাই তিনি মনে করেন এই অভিজ্ঞতা ব্যাটসম্যানদের আরও কাজে দেবে, ‘বাংলাদেশের হয়ে দু্’ বছর দায়িত্ব পালন করেছি। ওদের নিয়ে বিশ্বকাপেও পৌঁছেছি। ফলে এখানে কোচ হিসেবে আমি আরও অভিজ্ঞ নিয়েই ফিরেছি। আমি এখন কাজ করতে মুখিয়ে আছি।’