‘আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত’ শোয়েব আখতার

0

লোকসমাজ ডেস্ক॥ সমালোচনা করেন পাকিস্তানি ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করেন মুক্তকণ্ঠে। পাকিস্তান ক্রিকেটের ক্রমাবনমন, ক্রিকেট প্রশাসনের দুর্বলতা ও খামতি, এসব নিয়ে কথা বলতে একটুও বাধে না শোয়েব আখতারের। দিন কয়েক আগেই পাকিস্তানের বর্তমান প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হকের সমালোচনা করলেন ইংল্যান্ড সফরে দল খারাপ করায়। কিন্তু এই মিসবাহর সঙ্গেই কদিন পর একসঙ্গে কাজ করতে দেখা যেতে পারে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারকে। পাকিস্তান ক্রিকেটের খুবই কঠিন একটা দায়িত্ব নিতে পারেন তিনি। ইউটিউব চ্যানেলের ক্রিকেট-শো ক্রিকেটবাজে শোয়েব নিজেই বলেছেন পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে পারেন।
প্রধান নির্বাচক হিসেবে শোয়েবের নাম অবশ্য কিছুদিন ধরে শোনা যাচ্ছে। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মিসবাহকে দ্বৈত দায়িত্ব থেকে মুক্তি দিয়ে শুধু প্রধান কোচ হিসেবে দেখতে চায়। বোর্ডের নতুন বিধি অনুযায়ী দুটি দায়িত্বে স্বার্থের সংঘাতও হয়। `আমি এটি অস্বীকার করবো না। হ্যাঁ, বোর্ডের সঙ্গে আমার আলাপ-আলোচনা হয়েছে, আমি পাকিস্তানের ক্রিকেটে একটি বড় ভূমিকা রাখতে চাই। কিন্তু এখনও ঠিক হয়নি কিছুই’-ইউটিউব শো-তে বলেছেন শোয়েব। পিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকার করে ১০০ মাইলের বেশি গতিতে বোলিংয়ের রেকর্ড করা ফাস্ট বোলার বলেছেন, ‘দুই পক্ষের আলাপ-আলোচনা হয়েছে। সবকিছু চূড়ান্ত হয়ে গেলেই আমি জানাবো। এখনও কথাবার্তা চলছে। আমিও “হ্যাঁ” বলিনি, পিসিবিও “হ্যাঁ” বলেনি।’
শোয়েব প্রধান নির্বাচক হলেন কি না সেটি জানা যাবে খুব শিগগিরই। তবে প্রধান নির্বাচক হিসেবে দারুণ কিছু করার স্বপ্ন দেখেন অতীতে বহু বিতর্ক সৃষ্টি করা ফাস্ট বোলার। পাকিস্তানের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই দায়িত্বে নিজের নামকে ছাড়িয়ে যেতে চান, ‘দেখুন আমার চাকরির দরকার নেই, বেতনও চাই না আমি। মানুষ চাকরি করতে আসে বেতনের জন্য, কিন্তু আমার অর্থের প্রয়োজন নেই। আখতারের (শোয়েব) জন্য বড় উজ্জীবনী মন্ত্রটা হলো একগুচ্ছ বিশ্বমানের খেলোয়াড় গড়ে তুলে যাওয়া যারা পাকিস্তানের ক্রিকেটকে সেবা করবে দীর্ঘ সময়ের জন্য।’ ‘আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। আমি এটা করতে চাই, কারণ নতুন প্রজন্ম থেকে কিছু খেলোয়াড়ে তুলে এনে গড়ে দিয়ে যেতে চাই, ব্যর্থতার ভয়ে যারা কুঁকড়ে থাকবে না, যাদের থাকবে আগ্রাসী মনোভাব। আমাদের দরকার সেরকম ক্রিকেটারদের নিয়ে শুরু করা যাদের মানোভাব থাকবে জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম অথবা মুশতাক মোহাম্মদের মতো।’