মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুর উপজেলার বাজিতপুরে গতকাল সকালে প্রতিপক্ষের হামলায় এক দম্পত্তিসহ ৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মোটরসাইকেলসহ হামলাকারী কয়েকজনকে আটক করেছে।
আহতরা হচ্ছেন, বাজিতপুরের পুরোহিত সুভাস আচার্য (৬০), তার স্ত্রী নিদ্রা আচার্য্য(৫০), ভাই প্রশান্ত আচার্য্য (২৭) ও ভাইজি স্বর্ণা আচার্য্য (১৪) আহত সুভাস আচার্য্য জানিয়েছেন, গতকাল সকাল ১০টার দিকে তার ভাই সত্যরঞ্জন আচার্য্য-নয়নসহ ১২/১৩জন ধারাল অস্ত্র লাঠিসোটা নিয়ে বাড়িতে হামলা চালায় এবং তাদের বেধড়ক মারপিট করে ও এলোপাড়াতী কোপায়। এ সময় স্ত্রীসহ অন্যরা তাকে উদ্ধার করতে আসলে তারাও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থার সুভাষ আচার্য্য দম্পত্তিকে ভর্তি করা হয় যশোর ২৫০ শয্যা হাসপাতালে। অন্যদের নেয়া হয়েছে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সুভাস আচার্য্য জানিয়েছেন, সত্যরঞ্জনের কাছ থেকে এক বছর আগে তিনি ১১লাখ টাকায় ১১ শতক জমি ক্রয় করেছেন। বর্তমানে ওই জমি দখল দিতে না দেয়ায় তিনি স্থানীয় দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদে বিচার দেন। ইউপি চেয়ারম্যাণ মাজহারুল ইসলাম শালিস করে জমির সীমানা ঠিক করে দেন। চেয়ারম্যানের শালিস অমান্য করে সত্যরঞ্জন ও তার লোকজন হামলা চালায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১টি মোটরসাইকেলসহ কয়েকজন হামলাকারীকে আটক করে।